বহুল প্রচারিত জনপ্রিয় জাতীয় দৈনিক জনতা পত্রিকায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ঐতিহ্যবাহী রায়পুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক সোহেল আলম।
সোমবার (৫ ফেব্রুয়ারী ) বিকালে দৈনিক জনতা স্টাফ রিপোর্টার ভিবি রায় চৌধুরীর মাধ্যমে আইডি কার্ড গ্রহণ করেন তিনি।
সাংবাদিক সোহেল আলম এর আগে জাতীয় দৈনিক আজকালের খবর,দৈনিক আনন্দ বাজার পত্রিকায় রায়পুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন ।
তিনি ২০১৬ সাল থেকে সাংবাদিকতার মহান পেশায় যোগ দেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক জনতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা, ও নিউজ পোটাল দেশ জার্নালের সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করছেন।
দৈনিক জনতা পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি নিয়োগ পাওয়ায় পত্রিকার সংশ্রিষ্ট কর্তৃপক্ষসহ স্টাফ রিপোর্টার ভিবি রায় চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে রায়পুর উপজেলার বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও সংবাদ সংশ্রিষ্ট যেকোন তথ্যের জন্য যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।