রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ডিসিপার্কে হয়ে গেল গ্রামবাংলার প্রতিকৃতির প্রতিচ্ছবি “সাম্পান বাইচ

আবদুল মামুন,সীতাকুণ্ড / ১৪৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ

 

গ্রামবাংলার প্রতিকৃতির প্রতিচ্ছবি ‘সাম্পান’। এটি চিরায়ত বাংলার লোকজ প্রতীক। এই সাম্পানের মধ্যেই লুকায়িত দেশের গ্রাম-বাংলার নানা স্মারক। চট্টগ্রামের সঙ্গে এই সাম্পানের আছে একটা অন্তর্নিহিত সম্পর্ক। সাম্পান নামটি আসলেই স্বাভাবিকভাবে চলে আসে চট্টগ্রামের নাম। এখানকার কর্ণফুলি নদীর বুক চিরে এখনো চলছে সাম্পান। তবে আধুনিকতার ছোঁয়ায় ইঞ্জিন নৌকা ও স্প্রীডবোটের দাপটে এখন সেই সাম্পান অনেকটা বিলুপ্তের পথে। ঐতিহ্যের বাহন সাম্পানকে নতুন প্রজম্মের কাছে পরিচিতি করে তুলে ধরতে এবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ ডিসি পার্কে আয়োজন করা হয়েছে সাম্পার বাইচ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকালে এই নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেয় কর্ণফুলি নদীর ৫টি সাম্পান মাঝির দল। পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণও করা হয়। সাম্পান বাইচে অংশ নিতে এসে এই ঐতিহ্যবাহী সাম্পান চালিয়ে জীবিকা নির্ভর করা মাঝিরা তুলে ধরেন তাদের নানান দুঃখ দুর্দশার কথা। প্রতিবছর চট্টগ্রামের কর্ণফুলি নদীতে অনুষ্ঠিত হয় সাম্পান বাইচ এবার ডিসি পার্কে অনুষ্ঠিত ফুল উৎসবের অংশ হিসেবে বিশাল দীঘিতে আয়োজন হয় এই সাম্পান বাইচ। এ উপলক্ষে শনিবার হাজার হাজার মানুষ ভীড় করে ডিসি পার্কে। উপভোগ করে গ্রাম বাংলার সেই সাম্পান প্রতিযোগীতা। পুরো এলাকা জুড়ে সাম্পানের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্ল্যাসে।প্রতিযোগীতায় পাঁচটি দল অংশ নেয়। এতে প্রথমস্থান অর্জন করে অভয় মিত্র ঘাট সাম্পান সমিতি, দ্বিতীয় স্থান অর্জন করে ইছানগর বাংলা বাজার ঘাট সাম্পান সমিতি, ৩য় স্থান অর্জন করে চরপাথর ঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেয় ইছানগর সদর ঘাট সাম্পান টেম্পু মালিক সমিতি এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন দল। প্রতিযোগী দলগুলো তাদের সুস্বজ্জিত সাম্পান আর রং বে-রঙের বাহারী পোশাক পরে এই প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম-২ আসনের মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-৮ আসনের আবদুস সালাম, চন্দনাইশ-১৪ আসনের নজরুল ইসলাম, পটিয়া-১২ আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম। উল্লেখ্য যে, চট্টগ্রামের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। দেশ বিদেশের ১২৭ প্রজাতির ফুলের লক্ষাধিক গাছ দিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব। এই উৎসবকে ঘিরে বই মেলা পিঠা উৎসব, ঘুড়ি উৎসব সহ থাকছে নানা অনুষ্ঠান। প্রতিদিনই লোকে লোকারণ্য হয়ে উঠে ডিসি পার্ক।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!