ঢাকা জেলা পুলিশের অধীনস্থ সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শিকদার হারুন অর রশিদের ৫০তম জন্মদিন আজ।
১৯৭৪ সালের ৩০ জানুয়ারি খুলনা জেলার তেরখাদা থানার কাটেংগা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মৃত গোলাম রসুল সিকদার ও মৃত হালিমা বেগম দম্পত্তির আট সন্তানের মধ্যে হারুন ষষ্ঠ।
দায়িত্ব পালনে সচেষ্ট পেশাদার পুলিশ কর্মকর্তা শিকদার হারুন অর রশিদের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।
শিকদার হারুন অর রশিদ ১৯৯৪ সালের ১০ই জানুয়ারি কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। খুলনার শিরোমনি বাদামতলীর পুলিশ ট্রেনিং সেন্টার থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে রাজধানীর মিরপুরের দাঙ্গা দমন ডিভিশনে কাজ শুরু করেন। এরপর রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা হয়ে
মোহাম্মদপুর থানায় সফলতার সাথে দায়িত্ব পালনকালে ২০০৬ সালে (এএসআই) পদে পদোন্নতি পান।
এরপর ডিএমপির যাত্রাবাড়ী থানা, নড়াইলের লোহাগড়া থানা ও নড়াইল সদর থানায় কর্মরত থাকা অবস্থায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মনোনীত হওয়ার গৌরব অর্জন করে খুলনা রেঞ্জ ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এরপর যশোর জেলার ঝিকরগাছা থানায় পুনরায় জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
এরপর যশোর জেলার অভয়নগর থানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ি হয়ে ঢাকা রেঞ্জের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় কর্মরত থাকা অবস্থায় ২০১৭ সালে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পাওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
পদোন্নতির পর চট্টগ্রাম রেঞ্জের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা, মুন্সিগঞ্জ সদর থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এরপর ৬ মাসের পুলিশের ডিপার্টমেন্টাল ক্রেডিট কোর্স (ডিসি) সম্পূর্ণ করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা থেকে বদলি হয়ে ঢাকা জেলার সাভার মডেল থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।
শিক্ষাজীবনে শিকদার হারুন অর রশিদ খুলনা জেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিষয়ে মাধ্যমিক ও নর্থ খুলনা ডিগ্রী কলেজ থেকে একই বিষয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ছোট বেলা থেকেই তিনি লেখাপড়ায় ও ক্রিয়াঙ্গনে মনোযোগী ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাডমিন্টন, কাবাডি ও ভলিবল খেলায় স্থানীয় ও জেলা পর্যায়ে ক্রিয়া প্রতিযোগিতায় অংশ নিতেন।
পুলিশ কর্মকর্তা হারুন ব্যক্তি জীবনে ২০০১ সালে খুলনা জেলার রুপসা থানার চানপুর এলাকার শফিকুল ইসলাম মন্টু ও মিনা বেগম দম্পতির বড় মেয়ে মোছা: রত্না বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই সন্তানের জনক। তারা হলেন রাজিন রাফি (২০) ও রিমন রেজা। তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।