ফেনীর ছাগলনাইয়া রাধানগর ইউনিয়ন মধুগ্রাম জিনারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক আজিমুশ্ শান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) মাদ্রাসার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি ওমর ফারুক মজুমদার’র সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন তারিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ আমির আল্লামা মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন কুরআনিক সাইন্স, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম এর চেয়ারম্যান আল্লামা ড. এবিএম মফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ যাকারিয়া, গভর্নিংবডির সদস্য মাস্টার ফরিদুর রহমান, মাজহারুল ইসলাম ভুঁইয়া, হাবিব উল্যাহ্ ফরায়জী, মাও. আবদুর রহিম, কাস্টমস অফিসার নুরুজ্জামান, টিআর সদস্য মাস্টার নুরুল আমিন, স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, এলাকাবাসী সহ আগত মুসল্লীগন।