লৌহজংয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী পয়শা গ্রামে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।২৬জানুয়ারী(শুক্রবার) বিকেল ৪টায উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।পয়সা ব্যাবসায়ী ঐক্য পরিষদ(ঢাকার)উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন কাউছার খান,ইউপি সদস্য পলাশ রাজ ,আবুল কাশেম মোল্লা,ওহাব শেখ,সাবেক ইউপি সদস্য লিটন শেখ,চানু মোল্লা,আনসার দেওয়ান।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় শাহিন মোল্লার দল।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের
উপদেষ্টা পরিষদের হাজী আজগর হোসেন চঞ্চল রাজ,নুর হোসেন মোল্লা সাধু ,হাজী এম আহাম্মদ বেপারী,হাজী হারুন মোড়ল প্রমুখ।
পয়শা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ ইমরান হাওলাদার বলেন সকলকে নিয়ে খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত, মোবাইল আসক্তি ,সমাজের নানামুখী অসংগতি থেকে ফিরিয়ে এনে, খেলাধুলায় মনোনিবেশ করানোই আমাদের লক্ষ।বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আমাদের এ সংগঠন এগিয়ে জাবে বলে আমি মনে করি।