দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন নাসিম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ছিলেন।
রবিবার (৭ জানুয়ারী) রাতে সহকারী রিটানিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত ফলে দেখা গেছে এ আসনটিতে ১১৫ টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন নাসিম বিপুল ভোটে এগিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আলাউদ্দিন নাসিম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। ১ লাখ ৮৪ হাজার ৫২৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন আলাউদ্দিন নাসিম। এর আগে ৫০ বছর আসনটিতে জয় পায়নি আওয়ামী লীগ।
৭ই জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এছাড়াও আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে ৩ হাজার ২৪, কাজী নুরুল আলম মোমবাতি প্রতীকে ২ হাজার ৫৬৪, শাহাজাহান সাজু সোনালী আঁশ প্রতীকে ১ হাজার ৪, মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীকে ৭ শত ৮৮ ভোট পেয়েছেন।
এই আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৩০৯। সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৯৫ হাজার ৬৯৮। ভোটের শতকরা ৫৪.৪৬ শতাংশ।