মতলব উত্তর উপজেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতনদের সাথে সাক্ষাৎ করেছেন মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ২ টায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সাথে সাক্ষাতে নেতৃবৃন্দ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি সহ উপজেলার বিভিন্ন অসংগতি ও প্রশাসনিক নজরদারি বৃদ্ধি সহ নানা বিষয়ের সুরাহা নিয়ে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত আলোচনা করেন নেতৃবৃন্দ।
এসময় একি মিত্র চাকমা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় রয়েছেন বলে তিনি যুক্ত করেন।
একই সাথে দুপুর পৌনে দুই টায় মতলব উত্তর থানায় অবস্থানরত এএসপি (মতলব সার্কেল) খায়রুল কবিরের সাথে সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ । বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এক প্রশ্নের জবাবে এসএসপি খায়রুল কবির বলেন, মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ হিসেবে নতুন একজনকে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানায়।
এর পূর্বে, মতলব উত্তর উপজেলা পরিষদে মোহনপুর নৌ থানার ইনচার্জ মনির হোসেন ও কালীপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলীর সাথেও সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় নদীঘেরা মতলবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা, নৌ-নিরাপত্তাসহ নানান বিষয়ে কথা বলেন তারা।
সাক্ষাৎকালে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর আবদুল হালিম, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামীম মিয়াজী,পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান সরকার, মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।