দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া ) আসনে নৌকার প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের পক্ষে প্রচারণা করেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি।
আজ বিকেলে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ডা.এনামুর রহমানের পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান তিনি।
প্রচারণায় অংশ নিয়ে ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, ‘আমার মনে হয়েছে প্রধানমন্ত্রীর কর্মী হয়ে ডা.এনামুর রহমানের পক্ষে কাজ করা দরকার। যার কারণে আমি এই প্রচারণায় অংশ নিয়েছি।’
তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। ভোট কেন্দ্রে প্রচুর মানুষ আনতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের উন্নয়নকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে। অনেক ষড়যন্ত্র চলছে এই নির্বাচন বন্ধ করার জন্য। এতে কিন্তু দেশের উন্নয়ন হবে না। আমি সব জায়গায় ঘুরে মানুষকে বোঝাতে চাই নৌকা ছাড়া কোনও বিকল্প নেই। শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।