শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩১৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ – এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, কবি ও লেখক জনাব ফরিদুজ্জামান। প্রথমেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানানোর মধ্য দিয়ে আসর শুরু করা হয়। আসরে ছড়াকার, গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম -এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন রেজাউল করিম মুকুল, তৈয়বুর রহমান বাবু, বাদল রহমান, বিমলেন্দু রায়, জোসেফ আখতার, মাহমুদ ইলাহী মন্ডল, রওশন আরা মমতাজ চামেলী, বাশার ইবনে জহুর, জাহিদ হোসেন, আব্দুল কুদ্দুস, হেলেন আরা সিডনি, মোশরেফা প্রধান কাকলী, সুমাইয়া বিনতে সিফাত শুধু, এস এম হাবিব, রায়হান আহমেদ রিমন, জাহিদ হোসেন মামুন, মতিয়ার রহমান, মাসুদ বশীর, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, ময়নুল ইসলাম, সূফী জাহিদ হোসেন, রোমানুর রহমান রোমান, নাহিদা ইয়াসমিন, শামীমা আখতার,শর্মিলা আখতার, আবু হেনা রাব্বি, ধ্রুবক রাজ, সাহিনা সুলতানা, অরণী কাব্য,জরিফা সুলতানা, রীতা সিদ্দিকী, বিথী কুইন, শাহ আলম,( সাধারণ সম্পাদক, রংপুর সাহিত্য একাডেমি), শরীফ সুমন, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, বজলুর রশীদ, কিরণ আহমেদ, আবু জায়েদ, সুস্মিতা দাস প্রমুখ। আাসরে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সূফী জাহিদ হোসেন, ফারহান শাহীল লিয়ন। আসরে পঠিত লেখাগুলো নিয়ে সম্মানিত সভাপতি তার আলোচনায় নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি তার সাবলীল বক্তব্যে সাহিত্য বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।