ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২২, ২০২৩ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার
মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম(বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন আচরণবিধি প্রতিপালন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা প্রমূখ।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায়
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কুলিয়ারচর উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৯১ জন।কুলিয়ারচর উপজেলায় ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৭৩ জন ও ভৈরব উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন ভোটার।

Don`t copy text!