ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের জলবায়ু পরিবর্তন,দুর্যোগ ঝুঁকি হ্রাস,অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
majedur
মে ২৮, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বুধবার (২৮মে) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে ও ডিআরআর সিসিএ প্রকল্পের আয়োজনে লাউডোব ইউনিয়ন পরিষদের হল রুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে এই গোলটেবিল বৈঠক অনু্ষ্ঠিত হয়।
লাউডোব ইউপি চেয়ারম্যান নিহার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব আনিচুর রহমান।
এতে আলোচনায় বক্তব্য রাখেন ইউপি ইউপি সদস্য তাপস হালদার,ং, সিপিপি সদস্য মীনাক্ষী সরকার, শিশির সরকার, অনুপ দাস, উপ- সহকারী কৃষি কর্মকর্তা, পরিতোষ কুমার মৃধা সহ উপস্থিত সদস্যরা। কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা আলোশিয়াস গাইন সঞ্চালানায় অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথীর বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব আনিচুর রহমান, জলবায়ু পরিবর্তনের জন্য মূলত মানুষই দায়ী, যে কারণে দুর্যোগের মাত্রা আগের তুলনায় বেড়েই চলেছে এবং এর ফলে মানুষ হচ্ছে গৃহহীন এবং বাধ্য হচ্চে স্থানান্তরিত হতে। এজন্য প্রয়োজন টেকসই বেড়িবাদ ও দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণ এবং যারা বাস্তুচ্যুত হচ্ছে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানসহ টেকসই পূণর্বাসন। এছাড়াও পরিবেশ এর যত্নের জন্য সকলের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিপর্যয় হ্রাস করতে হলে জীববৈচিত্র ও বাস্তুসংস্থানকে রক্ষা করতে হবে এবং সুন্দরবন রক্ষায় কাজ করতে হবে। বৈঠক অনুষ্ঠানে এছাড়া এ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উন্মুক্ত আলোচনায় সকলের আলোচনা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ যেমন অভ্যন্তরীণ অভিবাসন কমাতে টেকসই বেড়িবাধঁ সহ পরিকল্পিত কাঠামোগত উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা,যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপন কর্মসূচি, বনায়ন বৃদ্ধি , নবায়ানযোগ্য শক্তির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ী করা, নদী শাসন, অভ্যন্তরীণ স্থানান্তরিত ব্যাক্তিদের কর্মসংস্থান, বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরনে সরকারের উদ্দ্যোগ গ্রহন বিষয় সমূহ সকলে তাদের বক্তব্যে জোড়ালো ভাবে তুলে ধরে।

Don`t copy text!