আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
সিরাজদিখানে অদ্য ২৫/৫/২৫ তারিখ রবিবার ভূমি অফিস প্রাঙ্গনে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের মালিকানা সুরক্ষিত রাখ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি এবং জনসচেতনতামূলক সভা, উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জনাব শাহিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান এবং সভাপতিত্ব করেন মো: তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার(ভূমি),সিরাজদিখান। পাশাপাশি সিরাজদিখান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা ভূমি অফিস থেকে প্রদত্ত বিভিন্ন ভূমিসেবার বিষয়ে সবাইকে অবহিত করেন এবং জনবান্ধব ও কার্যকর ভূমি সেবা প্রদানে উপজেলা প্রশাসনের আন্তরিকতা এবং প্রত্যয়ের বিষয়ে উপস্থিত সবাই কে অবহিত করেন।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভূমিসেবার গতিশীলতা নিশ্চিতকরণে এবং সেবাপ্রার্থীদের কাংখিত সেবা প্রদানে উপজেলা ভূমি অফিস,সিরাজদিখান সদা সচেষ্ট থাকবে- মর্মে সবাইকে অবহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ জনগণ, সেবাপ্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও ওষধি গাছ বিতরণ করা হয়।