মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে দীর্ঘ চার দশক ধরে চলা রক্তক্ষয়ী দাঙ্গার পটভূমিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) সকাল থেকে নবীনগর উপজেলার নবীপুর এলাকায় অভিযান চালিয়ে মোহিনীপুর গ্রামের সজিব (২৪) ও ওমর কাজী (৫৫) কে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহিনীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সামসু মেম্বার ও খোরশেদ মিয়া—দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে এই বিরোধ আরও ভয়াবহ রূপ ধারণ করে।
গত রমজানে (২০ রমজান) সকালে সামসু মেম্বারের অনুসারীরা বড় বাড়ীর খোরশেদ মিয়ার গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহৃত ওই হামলায় হাজী বারেক মিয়ার ছেলে বাশার (৩৫) এবং খোরশেদ মিয়ার ছেলে আমিন হোসেন নিহত হন। এ ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়—একটি খোরশেদ মিয়া বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে এবং অপরটি কালাম মিয়া বাদী হয়ে ৪৪ জনের নামে।
বাদীপক্ষের অভিযোগ, প্রধান আসামি সামসু মেম্বার এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীদের হুমকি দিচ্ছেন। এমনকি তাদের বসতভিটায় হামলা ও লুটপাট চালানোর অভিযোগও রয়েছে।
আতঙ্কিত হয়ে খোরশেদ ও কালাম মিয়াসহ তাদের পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বাশার হত্যার বাদী আবু কালাম বলেন, আমরা বারবার প্রশাসনের দারস্থ হয়েছি, কিন্তু আসামিরা এখনো গ্রেফতার হয়নি। আমরা আমাদের নিজ ঘরে ফিরে শান্তিতে থাকতে চাই। আশা করি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দাঙ্গা নিরসনে ও নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।