মোঃ হোসেন গাজী।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী দূর্গাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ভিঙ্গুলীয়া গ্রামের বাজপ্তী প্রাইমেরী স্কুলের পাশে আঃ সাত্তার ছৈয়ালের খামের প্রায় ১৬ মন জনের রাজা বাবু গরুটি বিক্রি হবে ৬লাখ টাকা।
আজই ক্রয় করতে চলে আসুন আঃ সাত্তার ছৈয়ালের খামারে। গরুর মালিক আঃ সাত্তার ছৈয়াল জানান’ আমি শখের বসতে প্রায় সাড়ে ৩ বছর ধরে গরুটি লালন পালন করে আসছি। গরুটি যেমন লম্বা তেমনি স্বাস্থ্য সম্মত ভালো মানের। এসময় গরুর মালিক আরো বলেন- রাজা বাবু’ গরুটি যেভাবে পরিষ্কার পরিছন্নতা করে রাখি।
আলহামদুলিল্লাহ গরুটি সম্পূর্ন সুস্থ, দেশীয় খাবার খাওয়ানো হয়। তাই আজই চলে আসুন আপনি নিজে দেখে নিজে গরুটি ক্রয় করুন। যোগাযোগ করুন” রাজা বাবু গরুর মালিক- আঃ সাত্তার ছৈয়াল- 01779379391।