মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ মে) রাতে জোরারগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে বিকেল ৫টার দিকে, মিরসরাই শিল্প জোনে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় সোহাগের নেতৃত্বে ৮-১০টি মোটরসাইকেলে করে প্রায় ২০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পরের দিন ২০ মে, কারখানার ব্যবস্থাপনা পরিচালক জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর- ৯, তারিখ- ২০/০৫/২০২৫)। মামলায় সোহাগসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়।পুলিশ জানায়, অভিযানে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেল এএসপি, মিরসরাই ও জোরারগঞ্জ থানার প্রায় ১০০ পুলিশ সদস্য অংশ নেন।জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাব্বির সেলিম বলেন, ‘চাঁদাবাজি ও হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য আসামির তালিকা মো. শওকত আকবর সোহাগ (৪৫), শাহাজাহান আকবর (৪২), আলাউদ্দিন (৫০), সালা উদ্দিন (৩৮), মো. ইউনুস (৪০), মো. আরিফ হোসেন (৩০), মোশাররফ হোসেন (৪৮), দিদারুল আলম (৪০), আনোয়ার (৩২), মো. জাহাঙ্গীর (৩৫), হারুন অর রশিদ (৩৪), সোহেল আহম্মেদ (৩৪)। এছাড়াও মামলায় ৮-১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।
ঘটনার পর মিরসরাই শিল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।