ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
majedur
মে ২০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি \ জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের ফকিরপাড়ায় নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সোমবার রাতে শহরের দোয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: শরিফুল ইসলাম শরিফ।
স্থানীয় ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন “মনুষ্যত্ব”র আয়োজনে নাইট শটবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি শামিম অটোর স্বত্তাধিকারী মো: শামীম আক্তার হোসেন জীবন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো: রাসেদুজ্জামান মলয়, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো: শহিদুল ইসলাম শামীম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেক মো: ফখরুল আলম লিফাত, সমাজসেবক মো: রজিবুল আলম মুকুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এ সময় স্বনামধন্য ফুটবলার আরাফাত আলী রনি, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, সদস্য, অংশগ্রহনকারী টিমের কোচ, খেলোয়াড় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় “হারুন একাডেমী” টিম টাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মো: বেলাল হোসেন কালু। প্রায় ৩ শতাধিক দর্শক খেলা উপভোগ করে।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে পৌর শহরের ও আশ পাশের এলাকার মোট ৩২টি টিম অংশগ্রহন করছে।

Don`t copy text!