ঠাকুরগাঁওয়ে নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি \ জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের ফকিরপাড়ায় নাইট শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সোমবার রাতে শহরের দোয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: শরিফুল ইসলাম শরিফ।
স্থানীয় ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন “মনুষ্যত্ব”র আয়োজনে নাইট শটবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি শামিম অটোর স্বত্তাধিকারী মো: শামীম আক্তার হোসেন জীবন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো: রাসেদুজ্জামান মলয়, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো: শহিদুল ইসলাম শামীম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেক মো: ফখরুল আলম লিফাত, সমাজসেবক মো: রজিবুল আলম মুকুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এ সময় স্বনামধন্য ফুটবলার আরাফাত আলী রনি, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, সদস্য, অংশগ্রহনকারী টিমের কোচ, খেলোয়াড় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় “হারুন একাডেমী” টিম টাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মো: বেলাল হোসেন কালু। প্রায় ৩ শতাধিক দর্শক খেলা উপভোগ করে।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে পৌর শহরের ও আশ পাশের এলাকার মোট ৩২টি টিম অংশগ্রহন করছে।