ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সীমান্তে বিজিবির অভিযানে ৬০৯ বোতল ভারতের ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
majedur
মে ১৮, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ সীমান্তে পত্নীতলা বিজিবির অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রোববার ভোর ৪টার দিকে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। সূত্র আরও জানায়, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ ৪৩ হাজার টাকা। ২,৪৩,০০০/- টাকা।

উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) জানান, সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে
নওগাঁ #

Don`t copy text!