বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম।
চট্টগ্রাম পূর্ব শহীদ নগরের হিলটন সিটি টাওয়ার ওনার্স এসোসিয়েশনের নির্বাচন গত ১১মে রোববার সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় মোহাম্মদ ইয়াছিনুল হক চৌধুরী তানভীর সঞ্চালনায় এসোসিয়েশনের চেয়ারম্যান হামিদ হোসেনের সভাপতিত্বে নির্বাচিত প্রথম ত্রৈবার্ষিক কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে মোহাম্মদ মুসা সভাপতি পদে, মোহাম্মদ ইয়াছিনুল হক চৌধুরী তানভী সেক্রেটারি ও মোহাম্মদ শাহজাহান অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন পদে আরো ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। ফয়েজ আহমদ সিনিয়র সহ সভাপতি, মনোয়ার হোসেন সহ সভাপতি, রুহুল কুদ্দুস সহ সম্পাদক, মানজুর মান্নান সহ অর্থ সম্পাদক, মো : বাবর প্রেস সচিব,মো: নাছিম উদ্দিন আকাশ সহ প্রেস সচিব,ইসতিয়াক আহম্মেদ প্রশাসনিক সচিব,আকিল সহ প্রশাসনিক সচিব,রুহুল আমিন উপদেষ্টা,মোহাম্মদ ইউনুস উদ্দিন উপদেষ্টা হিসেবে কমিটিতে রয়েছেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত,প্রবাসী ওবায়দুল্লাহ হিলটন সিটি টাওয়ারের ফ্ল্যাটের মালিকপক্ষ সহ পূর্ব শহীদ নগর (চাঁদের বাড়ি) সমাজের সম্মানিত তিন জন সর্দারও উপস্থিত ছিলেন।