ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ১৮, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনাসহ সারাদেশেই গ্রীষ্মের তাপদাহ চলমান। এসময়ে নিজেরা যেমন স্বাস্থ্য সচেতন থাকতে হবে তেমনি পথচারী ও সাধারণ মানুষের জন্যেও রাস্তার পাশে বা সরকারি দপ্তরগুলোর সামনে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা যেতে পারে। আসন্ন ঈদ-উল-আযহা উদযাপনের সময় আইনশৃঙ্খলার অবনতি প্রতিরোধে এখন থেকে সজাগ থাকতে হবে। আমরা ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে গিয়েছি। বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে উদ্যোগী হওয়া প্রয়োজন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান সভায় জানান, গতকাল ও আজ সকালে খুলনার ডুমুরিয়া এলাকায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গতকালের দুর্ঘটনাটি মূলত যানবাহন রাস্তার ভাঙ্গা স্থান পার হতে গিয়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর হাট সংশ্লিষ্ট ব্যবস্থাপনা যথাযথভাবে হওয়া প্রয়োজন। একই সাথে যেখানে সেখানে হাট স্থাপনের প্রবনতা প্রতিরোধ করা আবশ্যক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির সভায় জানান, খুলনা মেডিকেল কলেজকে কেন্দ ্রকরে দালাল চক্র ও নি¤œমানের অ্যাম্বুলেন্সের দৌরাত্যের বিষয়টি কেএমপি পুলিশ কমিশনারকে অবহিত করা হবে। আশা করা যায়, সকলের সহযোগিতায় বিষয়টির সমাধান করা সম্ভব হবে। মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথের অবৈধ স্থাপনা বার বার উচ্ছেদ করার পরেও আবার নতুন করে তৈরি করা হয়, এটি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া দরকার। আসন্ন ঈদের সময় মোটারসাইকেলে দুরপাল্লার যাত্রা নিরুৎসাহিত করতে হবে। খুলনা নগরীর সড়ক-ড্রেনের চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নের সময় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা যথাসম্ভব পরিহার করা দরকার। এতে যানজট কমতে পারে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা এক লাখ ৬৩ হাজার ৩১টি, এর বিপরীতে চাহিদা এক লাখ ৫৬ হাজার দুইশত ২৮টি এবং উদ্বৃত্ত থাকবে ছয় হাজার সাতশত ৪৬টি। এছাড়া সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কয়রার ৩৬ জন ও তেরখাদা উপজেলার ২০ জন সুফলভোগীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ডেপুটি সিভিল সার্জান ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!