ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন অমরেশ দত্ত জয়

প্রতিবেদক
majedur
মে ১৭, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক রিপোর্ট,

চাঁদপুরে যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন অমরেশ দত্ত জয় জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেছেন, যুবকরা সমাজের শক্তি এবং ভঙ্গুর সমাজ বিনির্মাণের রূপকার। তাই যুবকদের স্বাধীনচেতা হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববান চরিত্রেরও হতে হবে।

১৬ মে শুক্রবার দুপুরে ঢাকায় বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা ও বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

অমরেশ দত্ত জয় বলেন, সমাজের আলোর বাহক যুবকরাই। তাদের কাঁধে ভর করেই অন্যরা নানামুখী দায়িত্বশীল ভূমিকায় কাজ করে। তাই যুবকদের চোখে মুখে কোন হতাশা যাতে না থাকে সে দায়িত্ব রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় যুবকদের করণীয় সম্পর্কে অমরেশ দত্ত জয় বলেন, আমাদের মেধার যত্ম নিজেদেরকেই নিতে হবে।কেননা গেলো বেশ কয়েক বছর যাবৎ শুধুমাত্র ফেসবুকে ধর্মীয় কুটুক্তি বা অবমাননার অভিযোগ তুলে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মব সৃষ্টি করে প্রকাশ্য দিবালোকে হিন্দু নিধন চলছে এবং যা এখনো অব্যাহত। এর থেকে বেরিয়ে আসতে হলে অধিকতর সতর্ক থাকার পাশাপাশি নিজেদের সাংগঠনিক সাইবার নেটওয়ার্ক টিম তৈরি করতে হবে।

যারা এ ধরনের ঘটনায় হ্যাক হওয়া ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকসহ মূল বার্তা প্রশাসনসহ মানুষকে পৌঁছে দিতে পারে। এর আগের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায় হিন্দুদের বিরুদ্ধে আনা অধিকাংশ ধর্মীয় অবমাননার অভিযোগ উদ্দ্যেশ্য প্রণোদিত এবং হিন্দু যুবকরা এসবে জড়িত নয়। যা ভোলা এবং কুমিল্লার আলোচিত ঘটনায় মোঃ ইকবালদের নাম প্রশাসন সামনে আনায় প্রমাণিত হয়েছে। তাই হিন্দু নিধনের নীল নকশা বন্ধে আইনের কঠোরতার যথাযথ বাস্তবায়ন চাই।

তিনি বলেন, ধর্ম রক্ষা এবং লাভ জিহাদ থেকে সনাতনী তরুন তরুনীদের বের করতে যুব ঐক্য পরিষদ হতে যুবকদের সাংগঠনিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা এখন সময়ের দাবী। এরসাথে বিপদগামী যুবক যুবতীদের ধর্মের পথে ফিরিয়ে আনতে কুইক রেস্কিউ টিমও গঠন করতে হবে।একই সাথে যে সব জেলাসহ ইউনিটে ঐক্য পরিষদের মূল কমিটির দায়িত্বশীলরা সাংগঠনিকভাবে দুর্বল এবং পিছিয়ে রয়েছে। সেখানে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ও উদ্যোমী মানবিকদের কাজ করার সাংগঠনিক দায়িত্ব দেয়া হউক। এক্ষেত্রে যুব ঐক্য পরিষদ তাদের ভ্যাণগার্ড হিসেবে রাজপথসহ সর্বত্র পাশে থাকবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদসহ ভাতৃপ্রীতম সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।

পরে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করায় চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস,হাইমচর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গণেশ লোধসহ অন্যরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Don`t copy text!