ডেস্ক রিপোর্ট ,
চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী ও শিশুসহ ৪২ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। সোমবার সকাল ১১ সময় উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন এলাকায় নোয়াখালি ভাসানচর থেকে তিনটি নৌকা করে রোহিঙ্গারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয়রা ধরে একটি নৌকা থেকে ৪২ জন রোহিঙ্গাকে উদ্ধার তীরে নিয়ে আসে। এসময় বাকি দুইটি নৌকা ভাসানচরের দিকে চলে যায়। পরে স্থানীয়রা আটককৃত রোহিঙ্গাদের ভাটিয়ারীর মেসার্স নিয়াজ শিপ ব্রেকিং ইয়ার্ডে আটকে পুলিশকে খবর দেয়।
এই সময় খবর পেয়ে ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার এবং সীতাকুণ্ড ছাত্রদলের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইরফানুল হাসান রকি ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং তাদের বিভিন্ন খুঁজ খবর নেন ও তাদের কে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রধান করেন।
স্থানীয় বাসিন্দা মো: রাজু বলেন,তারা সমুদ্রের নৌকা করে চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার পথে বন্ধুরা মিলে তাদেরকে আটক করি।
এবিষয় সীতাকুণ্ড মডেল থানার কোন বক্তব্য পাওয়া যায়নি।