ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বহু প্রতীক্ষার পর সামিম আহমেদ এর প্রচেষ্টায় বিডিও র নিজস্ব কোটার(৬ লক্ষ ৮০ হাজার)অর্থায়নে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের পোলের কাজ শুরু খুশি এলাকা জুড়ে

প্রতিবেদক
majedur
মে ১৩, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*

 

বহু প্রতীক্ষার পর ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের পোল নির্মাণের কাজ শুরু হয়েছে। এই পোলটি নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।কাজের শুরুতে এদিন পঞ্চগ্রামের জনপ্রতিনিধি ও সদস্য রোব্বেল ঘরামী, ইঞ্জিনিয়ার গৌরব কুন্ডু র সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে খবর বহু প্রতীক্ষার অবসান,দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে। এই কংক্রিট পোল টি নতুন করে নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এতে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল ও হাই স্কুল ও প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষকদের যাতায়াতে সুবিধা হবে এবং ব্যবসা-বাণিজ্যও বৃদ্ধি পাবে। এতে স্থানীয় ব্যবসায়ী কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবে। ইঞ্জিনিয়ার গৌরব কুন্ডু তিনি জানান কংক্রিট সেতু একটি শক্তিশালী এবং টেকসই কাঠামো যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যেতে পারে। এটি সহজে ভেঙে যায় না এবং বিভিন্ন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে।
কংক্রিট পোল ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। বিভিন্ন ঐতিহাসিক সেতুতে কংক্রিটের ব্যবহার দেখা যায়।কংক্রিট সেতু ও পোল নির্মাণের সময় কিছু বিশেষ বিষয় খেয়াল রাখতে হয়,যেমন – সঠিক নকশা, উন্নত মানের উপকরণ এবং অভিজ্ঞ শ্রমিক। পঞ্চগ্রামের সদস্য ও জনপ্রতিনিধি রোব্বেল ঘরামী তিনি জানান গতবর্ষায় এই কংক্রিট পোল ভেঙ্গে যাওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হতে হয়।তাদের সুবিধার্থে বাসুল ডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান সুজাউদ্দিন সাপুই এর সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর কাছে এই পোল টার নতুন করে সংস্করণের বিষয়ে আলোচনা করা হয়। সেই মতো সামিম আহমেদ এর প্রচেষ্টায় ডায়মন্ড হারবার এক নম্বর বিডিও শেখ দিন ইসলামের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে যাতে এই পোল টা দ্রুত তাড়াতাড়ি সম্ভব করার। এমতাবস্থায় বিডিও শেখ দিন ইসলামের (বিডিও)র নিজস্ব কটার অর্থায়নে প্রায় ৬ লক্ষ আশি হাজার টাকা খরচে সাধারণ মানুষের সুবিধার্থে এই কংক্রিট পোল এর কাজ বুধবার (১৩ই মে ২০২৫) থেকে শুরু হয়। এই কংক্রিট পোল আনুমানিক প্রায় ৩০ থেকে ৪০ দিন এর মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন তিনি।উপপ্রধান সুজাউদ্দিন সাপুই এই কংক্রিট পোল নতুন করে শুরু করার জন্য বিডিও শেখ দিন ইসলাম ও ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ কেও ধন্যবাদ জানান। পোল টি নির্মাণের সময় বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়,যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

Don`t copy text!