সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
চুরি, ডাকাতি, মারধর সহ মাদকের ভয়ভীতি দেখিয়ে ঘর ছাড়া করা হয়েছে বলে কয়েকটি পরিবারকে এমনটাই অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা শুভপুর কুয়েত পল্লী নামক এলাকা। ঘর ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে পৌর শহরে সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন’র স্ত্রী লিপি আক্তার (৩২) জানান, কুয়েত পল্লীতে সরকারের দেওয়া ঘর যার নং- ৯. দীর্ঘ বছর বসবাস করে আসছি হঠাৎ এলাকার মাঈন উদ্দিন ওরপে মামুন নামে এক ব্যাক্তি ও তাঁর অনুসারীরা ঘর দখল করতে মরিয়া হয়ে উঠে। মামুন ও তাঁর অনুসারীরা ঘরের টিন, আসবাবপত্র সব কিছু নিয়ে যায়। মৃত আবদুর রহমান’র স্ত্রী বিবি জোহেরা (৫৫) একই অভিযোগ করে বলেন আমার ঘর নাম্বার ১৬. ঘরের দরজা জানালা ভেঙে লুটপাট করে মামুন দখল করে নেয়। একই অভিযোগ করেন কুয়েত পল্লীতে থাকা মৃত বাবুল আহমেদের স্ত্রী নুরজাহান বেগম (৫৬) যার ঘর নাম্বার ২১, অহিদুর রহমান’র ছেলে মফিজ রহমান (৪০) যার ঘর নাম্বার ২৩, মৃত আবদুর রহমান’র ছেলে জাহেদ হাসান ইমন (২৫)।
ঘর ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মাঈন উদ্দিন মামুন এর নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী সুমন, সেলিম, সোহাগ, ছোট নাজিম, বড় নাজিম, ইলিয়াসের অত্যাচারে আমরা ঘর ছাড়া হয়ে অন্যত্র চলে এসেছি। প্রতিদিন প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাই অনতিবিলম্ব মামুন সহ তাঁর সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি আমরা যেন সরকারের দেওয়া কুয়েত পল্লীতে শান্তিতে বসবাস করতে পারি সে ব্যবস্থা গ্রহন করা হোক।
অপরদিকে একই দিন মালিকানা জমি না দেওয়া পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করায় মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জয়চাঁদপুর গ্রামের মৃত বাদশা মিয়া’র ছেলে জহিরুল ইসলাম (৫৮), স্ত্রী নার্গিস আক্তার, ছেলে ইরাক হোসেন।
এবিষয়ে জানতে চাইলে মাঈন উদ্দিন মামুন জানান, সরকারের দেওয়া কুয়েত পল্লীর ঘরগুলো তারাই দখল করে রাখছে। এই ঘরগুলো অসহায় গরীবদের জন্য। এগুলো দখল করার ইচ্ছা আমার নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বনোয়াট ও ভিত্তিহীন। শুভপুর এলাকা বিভিন্ন মসজিদ, মক্তব, মাদ্রাসা উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছি। আমার কোন বাহিনী নেই। আমাকে জড়িয়ে যাদের নাম দেওয়া হয়েছে তারা সবাই তাদের ভাই ভাতিজা আত্মীয়। তাদের সাথে আমার