সেপাল নাথ,ছাগলনাইয়া ফেনী,
ফেনীর ছাগলনাইয়া উপজেলা গণ-অধিকার পরিষদের আয়োজনে বর্ধিত সভা পন্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৭ মে) উপজেলা মহামায়া ইউনিয়ন মনুরহাটে এ ঘটনা ঘটে।
জানাযায় কিছুদিন পূর্বে উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সাহাব উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও কাজী মহিউদ্দিনকে সদস্য সচিব করা হয়।
তারই ধারাবাহিকতায় মনুরহাটে বর্ধিত সভা চলাকালীন স্থানীয়দের তোপের মুখে পড়ে বর্ধিত সভা পন্ড হয়ে যায়।
স্থানীয়দের দাবি বিগত আ’লীগ, জাসদ সরকারের দোসর হয়ে কাজ করেছে সাহাব উদ্দিন চৌধুরী। তাকে এ সভা থেকে বের করে দেওয়ার জোর দাবি জানান। দোসরের জায়গা কোথাও নেই। এসময় বর্ধিত সভার ব্যানার টেনে খুলে ফেলা সহ সভা হতে বের করতে সাহাব উদ্দিন চৌধুরী হেনস্তার শিকার হতে দেখাযায়।
উপজেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক সাহাব উদ্দিন চৌধুরী জানান, আমি কখনো আ’লীগ, জাসদ করিনি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজনীতি করে আসছি শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ব্যানারে। আমার জনপ্রিয়তা দেখে তারা বর্ধিত সভা পন্ড করেছে। যারা বাঁধা প্রদান করেছেন তারা সবাই ইউনিয়ন যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।
সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন বলেন, বর্ধিত সভা পন্ড করার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঢাকা মহানগর দক্ষিণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল জানান, এ সভায় প্রধান অতিথি হয়ে আমি উপস্থিত ছিলাম। আহবায়ক সাহাব উদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা দেখে স্থানীয় যুবদল ছাত্রদল নেতাকর্মীরা আ’লীগের দোসর আখ্যা দিয়ে সভা পন্ড করা হয়েছে। আগামীতে দলের হয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে আহবায়ক সাহাব উদ্দিন চৌধুরী। তাই জনপ্রিয়তা দেখে এ কর্মকান্ড করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন বলেন বিষয়টি শুনেছি। আ’লীগকে পূর্ণবাসন করার জন্য এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। পূর্বে তারা কখনো জাসদ, কখনো আ’লীগ করত। এখন চেহারা পরিবর্তন করে গণ-অধিকার পরিষদের আহবায়ক সেজে দোসরদের পূর্ণবাসনের পাঁয়তারা করতেছে। তাই স্থানীয়রা একত্রিত হয়ে বাঁধা প্রদান করে। এখানে যুবদল, ছাত্রদলের কোন ভূমিকা নেই।
গণ-অধিকার পরিষদের বর্ধিত সভায় এসময় আরো উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদ ফেনী জেলা আহবায়ক রোটারিয়ান হাবিবউল্লাহ বাহার, জেলা যুগ্ন সদস্য সচিব সাঈদ ফরায়জী, উপজেলা যুগ্ন আহবায়ক মোস্তফা দুলাল সহ আরো অনেকে।