ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
majedur
মে ৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন : কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি \ পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া ব্রীজ সংলগ্ন সুপ্রিয় জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা গণ।
ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিল চলাকালীন হঠাৎ বিকেল পৌনে ৫টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পরে ভয়াবহ রূপ ধারণ করে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে মিলে থাকা ১ হাজার ৫শ মন পাট জ্বলে যায়। ৫শ কেভির একটি জেনারেটর, ১ হাজার কেভির একটি ট্রান্সমিটার ও বিদ্যুতের একটি সাব স্টেশন আগুনে ক্ষতিগ্রস্থ হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেদওয়ান জানান, খবর পাওয়ার পর ৩টি ইউনিট প্রায় ২৫-৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Don`t copy text!