সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
বিশ্বের আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশি টেকনিশিয়ান দ্বারা পরিচালিত করে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। গত পহেলা মে বৃহস্পতিবার ২০২৫ ইং সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবির উপশহর বানিয়াস ই-বি থ্রী শাহীন সুপার মার্কেটের পাশে বাংলাদেশী যৌথ মালিকানাধীন মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ করিমের প্রচেষ্টায় জয় সিকিউরিটি সিস্টেম এ্যান্ড ইনষ্টালেশন সপের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লোকাল স্পন্সর সুলতান আহমেদ আল মারজুকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দাহুয়া কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আরিফ, সাংবাদিক সনজিত কুমার শীল , মোঃ রুবেল, মোহাম্মদ জিয়া, মোঃ আমিন, মোঃ হামজা সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা বলেন বর্তমানে বাংলাদেশী ভিসা বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যে করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দুই দেশের সরকারের মধ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা খোলা সংক্রান্ত বিষয়ে অতি দ্রুত আমরা একটা সমাধান পাব এটা আশা করছি। বাংলাদেশী ভিসা খোলার মধ্য দিয়ে বাংলাদেশে আরো বিশাল অংকের রেমিটেন্স যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমাদের প্রতিষ্ঠানে দাহুয়া ব্র্যান্ডের সকল পণ্য বিক্রয় ও ইনস্টল করা হয়। সব ধরনের সিসিটিভি সিস্টেম বিক্রি, ইন্সটল, সব ধরনের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হোম অটোমেশন, সার্ভার ম্যানেজমেন্ট, জিপিএস সিস্টেম, গেট ব্যারিয়ার, তারের স্ট্রাকচার্ড, আইপি ও ডিজিটাল টেলিফোন সিস্টেম, ফাইবার অপটিক্স সলিউশন, সব ধরনের ইন্টারকম অডিও এবং ভিডিও ডোর ফোন, স্লাইডিং গেট মোটর, সমস্ত ব্র্যান্ডের ইন্টারনেট রাউটার এক্সেস পয়েন্ট গিগাবাইট এস উইচ ডেস্কটপ, সুইচ, বিক্রয় ও কনফিগারেশন করা সহ বাৎসরিক চুক্তি করা হয়। উদ্বোধন শেষে দোয়া মাহফিল,কেক কাটা এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।।