মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নবীনগর পৌর বাসস্ট্যান্ডে একত্রিত হন। পরে সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে র্যালিটির উদ্বোধন করেন।
র্যালিটি পৌর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালি ও পথসভায় নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন,বর্তমান সরকারের অধীনে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। শ্রমিকরা বঞ্চিত, মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। যারা অবৈধভাবে বিদেশে পালিয়ে গেছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।
পথসভা সঞ্চালনা করেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল,উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,পৌর সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,উপজেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন,শ্রম বিষয়ক সম্পাদক আবুল মিয়া,সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা শ্রমিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।