ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে দু’ভাইয়ের দন্ডে ফলজ চারা গাছ কর্তন

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৯, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট,

চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সুইজগেট সংলগ্ন মৃত বাদশা খার দু’ছেলের মধ্য বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ওয়াপদা বেড়ীবাঁধের পাশে রোপন করা বিভিন্ন ফলজ চারা গাছ কর্তন করার অভিযোগ পাওয়া যায়।

ঘটনাটি ঘটে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় স্লুইচগেইট বেড়ীবাঁধের ওপরে। ইব্রাহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর হোসেন খা বলেন’ আফজাল খা ও আক্কাস খা তারা দু’জনই আমার আপন ভাই। নদী ভাঙ্গায় তারা লক্ষ্মীপুর ইউনিয়নের স্লুইচগেইট নিকট জায়গা কিনে ওখানেই বসত বাড়ি স্থাপন করেন। বাড়ির জায়গা সকল কেই বুঝিয়ে দেওয়া হলেও আফজাল খার হাতে রোপন করা কয়েকটি বড় গাছ আক্কাস খার অংশে পড়েন। আফজাল খা তার গাছ বিক্রি করে পেললে, আক্কাস খা ক্ষুব্ধ হয়ে বেড়ী বাঁধের ওপর আফজাল খার হাতে রোপন করা কাঠাঁল গাছ,আম গাছ,কলা গাছ সহ বিভিন্ন ফলজ গাছ গুলো কেটে পেলে আক্কাস খা। এসময় আকবর খা আরো বলেন- তারা দু’জনই আমার আপন ভাই হলেও আক্কাস খা ভিন্ন প্রকৃতির, সে সামন্য বিষয় কিছু হলেও আমাদের উপর ক্ষুব্ধ হয়ে যখন যা ইচ্চে তা করে পেলে, আমরা এর সুষ্ঠ বিচার চাই। অপর দিকে ভুক্তভোগী আফজাল খা বলেন আমার রোপন করা গাছ যখন ইচ্ছে তখন বিক্রি করবো। এবং কত বিক্রি করবো নাকি কী করবো সেটা আমার বিষয়। আক্কাস খা কেনো আমার চারা গাছ গুলো কেটে পেললো। আমি এর সঠিক বিচার চাই। অন্যদিকে’ চারা গাছ কর্তন করা আক্কাস খা বলেন’ আফজাল খা আমার ভাই,তার হাতের রোপা গাছ গুলো তারই। সে গাছগুলো আমার অংশে পড়েছে।এতে সে তাঁর গাছ গুলো শুনছি বিক্রি করে পেলবে, আমি তাকে গাছ বাবদ ৮ হাজার টাকা দিয়ে দিবো বলছি। সে অন্যত্রায় বিক্রি করে পেলছে। এখন আফজাল খা বলে আমি নাকি তার উপর চওড়া হয়ে চারা গাছ গুলো কেটেছি।

Don`t copy text!