ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবীতে কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানব বন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৯, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

 

শান্তুু ধর কচুয়া প্রতিনিধিঃ

ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. রইস উদ্দিনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কচুয়া পৌর সভার সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার সভাপতি মাও. শাহ মো. আলমগীর হোসেন আল কাদেরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মাও. মো. শাহজালাল প্রধান, গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাও. মো. ফখর উদ্দিন, মাও. মো. ইমাম হোসেন, মাও. মো. সেলিম, মাও. মো. সফিকুল ইসলাম চাঁদপুরী, মাও. মো. হাবিবুর রহমান আল কাদেরী, মাও. মো. মহিউদ্দিন, মাও. আব্দুর রহমান, গাজী মো. ছোবহান প্রমুখ। মানববন্ধন শেষে শত শত সুন্নী প্রেমিকগণ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে কচুয়া পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কচুয়া ডাকবাংলা মসজিদ মাঠে এসে সমাপ্ত হয়। এ সময় তারা ছাত্রসেনার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের বিচারের দাবিতে শ্লোগানে মুখরিত করে তুলে পৌর এলাকা। আগামী ৩ দিনের মধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়। না হলে বৃহত কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানবন্ধনে হুশিয়ারি করা হয়।

ছবি ঃ মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবীতে মানব বন্ধনে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার সভাপতি মাও. শাহ মো. আলমগীর হোসেন আল কাদেরী।

Don`t copy text!