ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ইটভাটায় অভিযান দিয়ে ৯লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন,  কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. আরাফাত হোছাইন, পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক মো. হারনুর রশিদ পাটওয়ারী ও সেনাবাহিনী, পুলিশ,  ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনীর একটি টিম।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো হাজী হক ব্রিক্সের আড়াই লাখ, তাহেরা ব্রিক্স আড়াই লাখ, মদিনা ব্রিকস ২লাখ ও রহিমা ব্রিকস ২লাখ টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটায় অভিযান দিয়ে জরিমানা ও তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও অভিযানে বন্ধ করে দেয়া ইটভাটায় পুনরায় কার্যক্রম চালালে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি আরো জানান।

Don`t copy text!