লেডিস ক্লাব (বিএলসি) সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শারজাস্থ একটি রেস্টুরেন্টে বৈশাখী পিঠা
মেলা অনুষ্ঠিত।
নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ লেডিস ক্লাব (বিএলসি) সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বাংলা ১৪৩২ সালকে বরন করে নেয়। সাপ্তাহিক ছুটির দিন শনিবার শারজাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
প্রবাসী পরিবারগুলি উৎসবের রঙে নিজেদের রাঙিয়ে ছিলো এবং সংগঠনটির সদস্যরা এতে করে হরেক রকমে র পিঠা হরেক রকমের ফলমূল অনুষ্ঠানে পরিবেশিত করেন।
অনুষ্ঠানে বৈশাখী সাজে নারী ও শিশুরা যার যার মতো করে সেজে অনুষ্ঠানকে রঙ্গিয়ে তোলে।এছাড়াও বাচ্চাদের নাচ–গান–আবৃত্তিতে ছিলো চমকপ্রদ। প্রবাসে এমন আয়োজন বিদেশে বেড়া উঠা নতুন প্রজন্মের জন্য দেশের কৃষ্টি ও সংস্কৃতি চর্চার সহায়ক হিসেবে কাজ করবে।এমটাই মনে করেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা।
প্রতিবেদক
সাগর চন্দ্র স্বপন,
সংযুক্ত আরব আমিরাত