নিখোজ সংবাদ,,
মো:রুহুল আমিন বয়স ২৬ বছর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ঠিকানা সাপাহার উপজেলাধীন নিশ্চিন্তপুর বড় ডাঙ্গা সাপাহার- নওগাঁ। কপালের বাম পাশে একটা কাটা চিহ্ন আছে। তিনি দিনমজুরের কাজ করার জন্য ১৫-২০ দিন পর পর ঢাকায় যাওয়া আসা করতেন।প্রতিবারের মতো কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। এখন প্রায় দুই মাস গত হচ্ছে সে বাড়িতে ফেরেনি এবং কোন যোগাযোগই করচ্ছে না। তার খোঁজ পাইলে সন্ধান দেওয়ার অনুরোধ রইলো।
সন্ধান চেয়েছেন তার পিতা ফুল মোহাম্মদ
মোবাইল নং – 01313-255380
-: 01727-286020