মীরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ফেনী নদী ও এর আশপাশের এলাকায় আজ দিনভর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে ফেনী নদীর শুভপুর ব্রিজ থেকে পশ্চিমদিকে ধুমঘাট এবং পূর্বদিকে মোল্লাঘাট পয়েন্ট পর্যন্ত সংগীয় ফোর্সসহ টহল পরিচালনা করা হয়। এসময় পুরো ফেনী নদীতে কোন বালু উত্তোলনকারী ড্রেজার বা বাল্কহেড দেখা যায়নি। টহলের সময় নদীর তীরবর্তী জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এরকম ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়। এসময় একটি অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর পাশ্ববর্তী মেহেদীনগর নামক স্থানে হিংগুলি খালে গমনপূর্বক অবৈধ বালু উত্তোলনরত দুইটি শ্যালো ড্রেজার বিকল করে দেয়া হয় এবং বালু সরবরাহ কাজে ব্যবহৃত প্রায় দুই হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। অনুরূপ আরেকটি অভিযোগের ভিত্তিতে হাবিলদারবাসা এলাকায় একটি শ্যালো ড্রেজার বিকল ও প্রায় পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।