নিজস্ব প্রতিবেদক,
বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে ৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি,নেত্রনালী অপারেশন হয়েছে চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে । রবিবার (২০ই এপ্রিল) ৪ জনের এবং মঙ্গলবার (২২ই এপ্রিল) চাঁদপুরের অসহায় ৩জন রোগীদের দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।
অসহায় ৭ জন রোগীকে ১৭ই এপ্রিল প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। এর মধ্যে ২ জন রোগীর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তাদেরকে ডায়াবেটিস হসপিটালের সদস্য করে চিকিৎসা সেবা প্রদান করা হয় ১৮ই এপ্রিল। ১৯শে এপ্রিল সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে হসপিটালে ভর্তি করানো হয়। ২২ ই এপ্রিল সকাল ১০ ঘটিকায় অপারেশন করানো হয়।
“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন – বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে,ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। গত ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে ১০জন রোগীর অপারেশন এর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।
আপনারা সবাই দোয়া করবেন বিজয়ীর জন্য।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন – মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছে। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর এডভাইজার জামিলা আপু এবং নিলুফার করিম আপু এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী।