সাগর চন্দ্র স্বপন,সংযুক্ত আরব আমিরাত
আমিরাত ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।
দুবাইয়ের হোটেল অনন্তরার বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাসেদুজ্জামানসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দূতাবাস ও কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ,আমিরাতের গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল, কূটনীতিক মিশনের কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
এসময় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।