শেখ মোঃ মহসীন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (BPATC) কর্তৃক ০৬ মাস মেয়াদি ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ঢাকার সাভারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে । অংশগ্রহণকারী ৬০৪ জন ক্যাডার কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৭ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর -২০২৪ থেকে -১৭/৪/২০২৫ পর্যন্ত ০৬ মাস মেয়াদি BPATC,সাভার, ঢাকা কর্তৃক আয়োজিত ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণে কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান এবিএম কাউসার জামান অংশগ্রহণ করেন। এই ৬০৪ জন বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সেরা ১২১ জন ( সার্টিফিকেট অব এক্সিলেন্ট প্রাপ্ত), র মধ্যে ১৭ তম স্থান অর্জন করেছেন এবিএম কাউসার জামান।
বিভিন্ন ক্যাডার থেকে নির্বাচিত মোট ৬০৪ জন ক্যাডার কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ১৭ এপ্রিল ২০২৫ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র প্রদান করা হয়।
এ প্রশিক্ষণে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান তপু মেধাক্রম ১৭ তম স্থান অধিকার করেন। এ অসাধারণ সফলতার জন্য মহান আল্লাহর প্রতি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি, বাবা মায়ের প্রতি ও সর্বোপরি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফল এই কর্মকর্তা বর্তমানে বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন।
এই গৌরব উজ্জ্বল সফল ব্যক্তির ধারাবাহিক বর্ণিল কর্মময় জীবনে প্রথমেই সহকারী পরিচালক, NSI,চাঁদপুর জেলা কার্যালয়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
২য়তঃ তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল,ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর ‘একাউন্টস এন্ড বাজেট ‘ বিভাগে সহকারী পরিচালক পদে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
তাঁর একমাত্র ছোট বোন -সানজিদা শারমিন গোধূলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাস্টার্স সদ্য সম্পন্ন করেছেন।
কাউসার জামান তপু এঁর স্ত্রী ইসরাত জাহান জেরিন বর্তমানে সোনালী ব্যাংক,প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকায় কর্মরত একজন চৌকস সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন ।
যিনি এই দুটো ফুল পেটে নিয়েছেন অর্থাৎ সফল এই দুই সন্তানের মা – মিসেস কামরুন নাহার কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন ।
পিতা- আলহাজ্ব মোঃ সামসুজ্জামান দেশের সর্ববৃহৎ জেলা কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দেশ ও জাতি তথা রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের কল্যাণে হাজারো যুবদের অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করে অধিদপ্তরের মাধ্যমে কর্মময় জীবন গড়ে তোলে সফলতার পথ দেখিয়ে চলেছেন।
এ সফল পিতা আলহাজ্ব মোঃ সামসুজ্জামান চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক থাকাকালীন লাখো যুবদের প্রাণের স্পন্দন হয়ে উঠছিলেন।
প্রিয় এ স্যার কে চাঁদপুরের যুবরা তাদের হৃদয়ে আজও খুঁজে বেড়ায়।
দুটো ছবির ক্যাপশনঃ
সনদপত্র গ্রহণ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান
সনদপত্র একটি পেয়েছেন অংশগ্রহণের জন্য আরেকটি পেয়েছেন সেরাদের একজন হিসেবে