ঠাকুরগাঁও পৌর শহরের কাচারী জামে মসজিদের পুন:নির্মাণ কাজের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁও পৌর শহরের কাচারী জামে মসজিদ (বড় মসজিদ)’র পুন: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালী কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা যায়, কাচারী জামে মসজিদের পুরাতন বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় মসজিদের পুরোনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন,কাচারী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমান, মসজিদ কমিটির সভাপতি মির্জা রফিকুল ইসলাম, পুন: নির্মাণ কাজের আহবায়ক ডা: আবু মো: খয়রুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, মাওলানা হাফেজ রশিদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।