ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

ভারতীয় ওয়াকফ আইন বাতিল এবং মুসলিম হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে নওগাঁয়।

এর অংশ হিসেবে গতকাল নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নওজোয়ান মাঠের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশ নওগাঁ জেলা শাখার সভাপতি এবং জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর অন্যতম সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, গণ অধিকার পরিষদের

নওগাঁর নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, আহলে হাদিস জামে মসজিদ নওগাঁর খতিব মুফতি আব্দুস সাত্তারসহ অন্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি হত্যা, মুসলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ড এবং দ্রুত ওয়াকফ আইন বাতিলের দাবি জানান। ভারতীয় ওয়াকফ আইন এবং মুসলিম হত্যা বন্ধ না করা হলে মার্চ ফর দিল্লি কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন সমাবেশে বলেন,

ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু দিন দিন আমাদের পাশেই আরেক ইসরায়েল তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ভারত। ভারতে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। তাদের সম্পদগুলো মোদি সরকার ওয়াকফ আইন করে দখলে নিয়ে নিচ্ছে।

সেটি নিয়ে আমরা তেমন কোনো কথা বলছি না। ভারতীয় এই ওয়াকফ আইন যেন দ্রুত বাতিল করা হয় সেই দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ বলেন,

ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের বিরুদ্ধে লেখার জন্য বুয়েট শিক্ষার্থী আবরারকে শহিদ হতে হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে যারা রাজনীতি করবেন আপনারা যদি ভারতীয় দালালি না ছাড়তে পারেন আপনাদেরও এই দেশের মানুষ মেনে নেবে না। ভারতীয় ওয়াকফ আইন বাতিল না করা হলে মার্চ ফর দিল্লি ঘোষণা করা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিশ নওগাঁ জেলা শাখার সভাপতি খন্দকার রেজাউর রহমান বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে মারছে। সে দেশের মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

তারা মুসলমানদের বাড়িঘরগুলো দখল করে নিচ্ছে। ভারত আন্তর্জাতিক কোনো আইন না মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে যাচ্ছে। আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
নওগাঁ #

Don`t copy text!