সংশোধিত নিউজ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। চাপাতলী গ্রামের সৃত. সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মজুমদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় ছাত্রীর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় গত ১৩ এপ্রিল সন্ধ্যায় লিখিত ভাবে একটি অভিযোগ দায়ের করেন।
বাদী লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ১০এপ্রিল চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছুটির পর দুপুর বেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্রী মাদ্রাসা সংলগ্ন মাসুদ মজুমদার (৪০) দোকানে কেনাকাটা করতে এলে তার কন্যাকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় ছাত্রী কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় অভিযুক্ত মাসুদ। ছাত্রী বাড়িতে এসে পরিবারকে ঘটনাটি জানায়। পরে ৯৯৯ নাম্বারে কল দিলে কচুয়া থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে যান। পরবর্তীতে ভিকটিমের বাবা নুরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক সরেজমিনে তদন্ত করেন। শ্লীলতাহানির বিষয়ে ভিকটিমের একটি রেকর্ড দৈনিক বাংলা অধিকার প্রতিনিধির কাছে সংরক্ষন রয়েছে।
ভিকটিমের বাবা নুরুল ইসলাম জানান, চাপাতলী মাদ্রাসার সামনে দোকানি মাসুদ প্রায় আমার কন্যাকে অশ্লীল আচরন ও শ্লীলতাহানির চেষ্টা করত, ঘটনার দিন আমার কন্যাকে সে শ্লীলতাহানি করে। অভিযুক্তের বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেও কর্নপাত করেননি পুলিশ এবং মামলা নিতে চায়নি। আমরা তার উপযুক্ত বিচার ও শাস্তির দাবি জানাই ।
এদিকে অভিযুক্ত মাসুদ আলম ঘটনা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে। শুত্রুতার জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
কচুয়া থানা ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন এবং বিবাদীগন আরেকটি অভিযোগ দায়ের করেছেন। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি: অভিযুক্ত মাসুদ আলম।