মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরায় নারী নির্যাতনের ঘটনা শালিসি বৈঠকে ধামাচাপা দিতে স্হানীয় যুবদলের সদস্য সচিব হাজী কাউসার
খালি স্টাম্পে স্বাক্ষর রেখে, নির্যাতিত নারী কে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভয়ে আতংকে প্রাণ বাঁচাতে সেই নারী এখন আত্মগোপনে।
১৬ এপ্রিল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিবাদী মোছার উপস্থিতি তে তার বাড়ির সামনে নির্যাতিত নারীর বিপক্ষে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।
এ সময় পাড়াপ্রতিবেশিরা
জানান ঐ নারীর এলাকায় কেউ না থাকায়, প্রভাবশালী মহল তাকে এলাকা ছাড়া করতে উঠে পরে লেগেছে।
এ বিষয় এ অজ্ঞাত স্থান থেকে ঐ নারী জানান, আমাকে ৪ এপ্রিল রাতে মোছা ও তার দুই সহযোগী হাত পা বেধে ধর্ষণ করেছে, আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে এরা পালিয়ে যায়।
পরে স্হানীয় বিএনপি নেতা কাউসার এর কাছে বিচার দিলে তিনি আমাকে মোছা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করতে বলেন। আমি আদালতে মামলা করে আসার পর, কাউসারের আসল রুপ বেড়িয়ে আসে, মোছার কাছ থেকে টাকা খেয়ে, আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন,জোর করে খালি স্টাম্পে স্বাক্ষর রাখেন, মামলা না তুললে তা হবে ভয়াবহ বলে আমাকে হুমকি দেন, আমি প্রাণ বাঁচাতে আত্মগোপনে আছি এরা আমার জায়গা কব্জা করতে চাচ্ছে ।
এ বিষয় এ নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান আমরা বিষয় টি খতিয়ে দেখছি তদন্ত চলমান।
যুবদলের সদস্য সচিব হাজী কাউসার জানান আমার নামে আনিত অভিযোগ সঠিক নই।
এ বিষয় অভিযুক্ত মোছা মিয়া জানান, আমাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে,
উলেখ্য গত ৪ এপ্রিল ঐ নারী কে তিন জন মিলে ধর্ষণ করার অভিযোগে, ঐ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা করেন, যার তদন্তে আছে নবীনগর থানা পুলিশ।