শান্তু ধর,কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামে খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে জোরপূর্বক সম্পত্তি দখল করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বিক্রিত সম্পত্তির সম্পূর্ন টাকা ও বিক্রি ব্যতীত সম্পত্তি ফিরে পেতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের অধিবাসী নিরীহ মাওলানা ওসমান শরীফ। উপজেলার খিড্ডা গ্রামের অধিবাসী মৃত. ক্বারী সাইদুল্লাহ’র ছেলে আতাউল্যাহ ও আমান উল্যাহ’র বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খিড্ডা গ্রামে অধিবাসী আমান উল্যাহ’র কাছে উজানী গ্রামের অধিবাসী মাওলানার ওসমান শরীফ প্রতি শতাংশ ৩লক্ষ টাকা দরে ৫ শতাংশ জমি বিক্রি করেন । কিন্তু কৌশলে জালিয়াতি করে ওসমান শরীফের কাছ থেকে ৭.২৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন এবং নির্ধারিত জমির মূল্যের টাকা সম্পূর্ন না দিয়ে তালবাহানা করেন। এদিকে ৫শতাংশ জমির টাকা ও বাকী ২.২৫ শতাংশ জমি ফেরত চান ভূক্তভোগী মাওলানা ওসমান শরীফ।
ভুক্তেভোগী ওসমান শরীফ বলেন, তারা আমার আত্মীয় হয়। আমার সরলতার সুযোগ নিয়ে কৌশলে খালি স্ট্যাম্প স্বাক্ষর নেয় এবং নির্ধারিত জমির চেয়ে অতিরিক্ত জমি লিখে নেয়। দলবল নিয়ে আমার জায়গা দখল করে বেড়া দেয়। এ ঘটনায় আমি আমার বিক্রিত জমির সম্পূর্ন টাকা ফেরত এবং অতিরিক্ত নেয়া জমি ফেরত চাই। তাছাড়া বিভিন্ন ভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ও এলাকাবাসী আলমগীর হোসেন, মাওলানা ওসমান শরীফ একজন সহজ সরল মানুষ। তার সরলতার সুযোগ নিয়ে জালিয়াতি করা ঠিক হয়নি। তার বিক্রিত জমির ন্যায্য পাওনা ও অতিরিক্ত জমি ফেরত দেয়ার আহ্বান জানাই।