যীশু সেন :
বাঙালির অন্যতম প্রাণের উৎসব বাংলা নববর্ষ, যা কেবল একটি দিন নয়, একটি সংস্কৃতির বহিঃপ্রকাশ। বাংলা বছরের সূচনালগ্নে বাঙালির জীবনে নতুন আশার বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরেই ১৪ এপ্রিল, মঙ্গলবার, চট্টগ্রামের পাঁচলাইশস্থ বিপ্লব উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠান।
উৎসবমুখর অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য, আবৃত্তি, কথামালা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। ‘নম নম নম বাংলাদেশ মমো’ ও ‘তুমি কি দখিনা পবন’ প্রভৃতি গান পরিবেশনের মাধ্যমে নববর্ষের আহ্বান জানানো হয়।
বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ শিল্পী রিষু তালুকদার এর সংগীত পরিচালনায় সংগীতানুষ্ঠান অংশগ্রহণ করেন ডা. সৌমিত্র দাশ, নয়ন গুহ, বৃষ্টি ঘোষ, চুমকি নন্দী, ভবতোষ রুদ্র, শ্রেষ্ঠ দে, ঋষিক রায়, সৌগত দাশ, নীলাদ্রি দাশ, আঁখি বড়ুয়া, অর্পিতা দাশ, অঙ্কিতা সেন, অদ্রি সেন, স্নিগ্ধা দে নিতু, মৌমিতা বিশ্বাস, প্রিয়ন্তী দাশ পৃথা, উমা সেন, অপর্ণা তালুকদার, ইঞ্জিনিয়ার সৌমিক দাশ, ঝুমুর খাস্তগীর ও সজীব চৌধুরী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক যীশু সেন। বাচিক শিল্পী প্রবীর পাল তাঁর প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করেন। ‘এসো হে বৈশাখ’ রবী ঠাকুরের সুরের সেই চিরন্তন আহ্বানে মূর্ত হয়ে উঠল বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য বহিঃপ্রকাশ। এই আয়োজন যেন হয়ে উঠল বৈশাখের পুণ্য প্রভাতে বাঙালির ঐক্য, আনন্দ ও ভালোবাসার মিলনমেলা। অনুষ্ঠানটি আয়োজন করেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি।