ষ
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদেশী রাষ্ট্রদূতদের সম্মাননা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল (১৫ এপ্রিল) রাতে অভিজাত পাঁচ তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই জমকালো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেইট মিনিস্টার আহমদ আল আবু সায়েগ।
বিশাল এই আয়োজনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ, সম্ভ্রম হারা নারী ও ২৪ এ জুলাই বিপ্লবে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের মাগফেরাত কামনা করেন। তিনি বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতৃবৃন্দের প্রশংসা করেন। রাষ্ট্রদূত অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান গুলো তুলে ধরেন।
বর্ণাঢ্য এই আয়োজনে যুক্তরাজ্য,মেক্সিকো, রোমানিয়া,ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্থান, সিঙ্গাপুর,থাইল্যান্ড, নেপাল সহ প্রায় ৩৪ টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিগণ অংশ গ্রহণ করেন। দূতাবাস ও দুবাই কনসুলেটর কর্মকর্তা- কর্মচারী, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল,ব্যবসায়িক নেতৃবৃন্দ, বাংলাদেশ সমিতি, পেশাজীবি, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদার ও প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আগত বিদেশী অতিথি ও সকল মেহমানদের সম্মানে মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান স্থলে বিভিন্ন কর্ণারে বাংদেশী ঐতিহ্য ও সাংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশত্ববোধক গান ও বাংলাদেশী কন্যা পুস্পিতা কুন্ডু মিথির ও ঈমানী রেহানা শাহাবুদ্দিনের একক নৃত্য প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সকল মেহমানদের হাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের মূল্যবান বইসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের নবনিযুক্ত কাউন্সিলর তৌহিদ ইমাম। অনুষ্ঠান শেষে সকলের প্রতি মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।