নিউজ ডেস্ক,
ফরিদগঞ্জে ও হাইমচরে দুই উপজেলা সিমানা এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরধরে যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে নিন্দার জ্বর উঠে ১০ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মৃত আলি আকবর গাজীর ছেলে হাইমচর উপজেলার বাসিন্দা আঃ সাত্তার গাজীর বিরুদ্ধে। পরে সেই বেড়া আপশ মিমাংশার শর্তে অপশারন করা হয়।
সেখানে ব্যর্থ হয়ে আপন ভাই ভাতিজাদের বিরুদ্ধে এবার নতুন চক্রান্ত শুরু করেছেন। চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মারামারি নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি, রয়েছেন আঃ সাত্তার গাজী। পরে তিনি থানায় বাদী হয়ে ভাই ভাতিজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মারামারি ঘটনা অনুসন্ধানে গত ১৫ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর ৪ নং ওয়ার্ডের এলাকাবাসীর সাথে খোজনিয়ে জানাযায়, হামলা কিংবা মারামারির এমন কোন ঘটনা এখানে ঘটেনি।
এবিষয়ে সাত্তার গাজীর ছোট ভাই আহম্মদ উল্যাহ গাজী জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সে নিজেকে নিজে যখম করে আমাদের নামে মিথ্যা অভিযোগ করে আমরা এর সঠিক বিচার কামনা করি।
স্থানিয়দের মধ্যে পূর্ব ভিঙ্গুলিয়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও স্থানীয় চা দোকানদার জানান গত দুই তিন দিনের মধ্যে এখানে কোন প্রকার জগড়া কিংবা মারামারি ঘটনা এখানে ঘটেনি।
মারামারির অভিযোগের বিষয়ে আঃ সাত্তার গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে না পাওয়া গেলে ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুদ গাজী বলেন, সম্পত্তিগত পূর্ব বিরোধের জেরধরে সত্তর গাজী ও তার ভাইদের মাঝে একটি শালিশী বৈঠক হওয়ার কথা ছিলো তারা এগিয়ে না আসায় সেটি আর করা হয়নি। সাত্তার গাজীর পরিবারের পক্ষ থেকে যে মারামারির তোলেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকাবাসী এবং আমরা এমন কোন খবর পাইনি।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুমন জানান, আব্দুস সাত্তার গাজীর ছেলে বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।