ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৫, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪এপ্রিল) রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) সেলিম আহমেদ।

সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সোমবার রাত প্রায় ৮টার সময় নিশ্চিন্তপুর হতে সাপাহার যাওয়ার পথে আনারপুর এলাকায় থেকে ৪ তরুণকে গাঁজাসহ স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেলিম আহমেদ বলেন, “ ৪ মাদক সেবনকারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ও ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়। পরে তাদের নওগাঁ জেলা জেলখানায় প্রেরণ করেন।”

এ সময় সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ও সঙ্গী ফোর্স উপস্থিত ছিলেন।

Don`t copy text!