সাপাহার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪এপ্রিল) রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) সেলিম আহমেদ।
সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সোমবার রাত প্রায় ৮টার সময় নিশ্চিন্তপুর হতে সাপাহার যাওয়ার পথে আনারপুর এলাকায় থেকে ৪ তরুণকে গাঁজাসহ স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেলিম আহমেদ বলেন, “ ৪ মাদক সেবনকারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ও ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়। পরে তাদের নওগাঁ জেলা জেলখানায় প্রেরণ করেন।”
এ সময় সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ও সঙ্গী ফোর্স উপস্থিত ছিলেন।