রতন মালাকর সাপাহার নওগাঁ ।
সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ বাঙালি জাতির ঐতিহ্য ছড়িয়ে আছে পহেলা বৈশাখের দিনটিতে। এই দিনটিতে আনন্দের মধ্যে মেতে ওঠে সবার মনে আর ঘরে ঘরে ভরে ওঠে পান্তা ভাত ইলিশ মাছ আর কাঁচা মরিচ পেঁয়াজে। এই উৎসব মুখর দিনটিতে বাঙালি জাতি উল্লাসে ভরে ওঠে নতুন রূপে, নতুন সাজে।
আমাদের বিশেষ একটি দিন হচ্ছে এই পহেলা বৈশাখ যে দিনটিতে আমরা পূর্বের সব দুঃখ-কষ্ট, রাগ-অভিমান, দ্বিধা-দ্বন্দ্ব সকল কিছু ভুলে সবাই মিলে একসাথে উদযাপন করি পহেলা বৈশাখ। বাঙালির মুখে হাসির ঝলক দেখা যায় এই বৈশাখের প্রথম দিনটিতে। সবাই নতুন কাপড়-চোপড় আর সাজগোজ করে বের হয়ে যায় মেলায়, দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে সবার অন্তরে শুভ নববর্ষ।