ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের বছরপূর্তির অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক
majedur
এপ্রিল ১২, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
যন্ত্রসংগীতানুষ্ঠানে বক্তারা বলেন- যন্ত্রসংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সৃজনশীল শিল্প যা মানুষের অনুভূতির গভীরতম স্তরকে স্পর্শ করে। আধুনিক প্রযুক্তির সঙ্গে যন্ত্রসংগীতের সমন্বয়ে নতুন ধারা সৃষ্টি হয়েছে, যা তরুণ প্রজন্মকে সঙ্গীতচর্চায় উৎসাহিত করছে। যন্ত্রসংগীত সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সঙ্গীত ঐতিহ্য তুলে ধরতে সহায়ক। সংগীত মানব হৃদয়ে সৃষ্টির আনন্দ জাগায়, আত্মার গভীরে ছুঁয়ে যায়। যন্ত্রসংগীত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা প্রজন্মের পর প্রজন্মকে ঐক্যবদ্ধ রাখে। এ ধরনের আয়োজন শিল্পচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ৩৫ বছরপূর্তি উপলক্ষে যন্ত্রসংগীতানুষ্ঠান গত ১১এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে যন্ত্রসংগীতানুষ্ঠান, সুরমঞ্জরী ও ইন্সট্রুমেন্টাল ড্রামা ‘সাগর সঙ্গমে’ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
আলোচক ছিলেন- গিটার শিল্পী ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, নাট্যব্যক্তিত্ব জোবায়দুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ড. উদিতি দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছিমা পারভিন, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ নওশাদ খান, কুন্ডেশ্বরী ঔষধালয় লিঃ পরিচালক বাসুদেব সিন্হা, সোনালী ব্যাংক এজিএম রাজন কান্তি দাশ, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা, ঢাকা এর সভাপতি নাহার আহমেদ, সাধারণ সম্পাদক খালিদ খলিল উর্দ্ধতন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল হক মনা, অর্থ সম্পাদক নাসরিন জাহান, সমাজ কল্যাণ সম্পাদক রাণী রহমান, অনুষ্ঠানের সচিব দুলাল কান্তি দে, আহবায়ক তপন ভট্টাচার্য্য প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাছিমা পারভীন, উত্তম দাশ প্রতিমা দাশ ও সুমি চৌধুরী। সংগীতানুষ্ঠানের বৃন্দবাদন “ধন ধান্যে পুষ্পে ভরা” গানের মধ্য দিয়ে যন্ত্রসঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা হয়। সুরমেলা এর পরিচালক সানু দাশগুপ্তের দিক নির্দেশনায় সংগীতানুষ্ঠানে হাওয়াইয়ান গিটারে একক বাদন পরিবেশন করেন ডা: বাবুল কান্তি সেনগুপ্ত, ড. উদিতি দত্ত, বিশুতোষ তালুকদার, কণিকা বৈষ্ণব, ইলিয়াছ ইলু, অভিষেক দাশ, পূজা চক্রবর্ত্তী, পুষ্প চক্রবর্ত্তী, বিশাখা বিভা তালুকদার, সাত্বিক দাশ, আয়ুষ্মান ভট্টাচার্য্য, ঈশান দাশ, ডা: মো. নওশাদ খান, পুর্ণোপমা দাশ, সাথী দে, লাকী দাশগুপ্তা, স্প্যানিশ গিটার ও কণ্ঠে অংশগ্রহণ করেন পুষ্পিতা সেন ও আরাধ্য সেন। বৃন্দবাদনে অংশগ্রহন করেন রাজন কান্তি দাশ, পলাশ কুমার দেওয়ানজী, রাশু ঘোষ, মাম্পী দাশগুপ্তা, রাজ দাশ, প্রাণেশ দে প্রমূখ। কীবোর্ডে ছিলেন বিশাখা বিভা তালুকদার , তবলায় ছিলেন উৎপল দে মিঠু এর পরিচালনায় বোলবাণী একাডেমির নবীন বড়ুয়া, অর্পন দাস, প্রীতম নন্দী, প্রাচুর্য দাশ, পার্থিব দাশ, শান্তশ্রী দাশ, নৃত্যে- অনুসূয়া চৌধুরী, অহেনজিতা দে বর্ণ। সুমন কুমার নাথ এর পরিচালনায় ভৈরবী ও মিশ্র পাহাড়ী রাগ পরিবেশন করেন সুরধ্বনি মিউজিক একাডেমীর জবাশ্রী দাশগুপ্ত, রাজেশ দত্ত, দিপংকর বড়ুয়া, হৃদিতা দাশ(পূজা), সঞ্জিত রায়, অজিত মজুমদার, আকাশ দে, নিলয় দে, পুনম চৌধুরী, সুমন ব্যাপারী, টিটু কুমার দাশ, লিয়াকত হোসেন, শামীম হোসাইন, আখাংকা ধর, অনুস্কা দে, আশিকুর রহমান, দ্বীপ দেবনাথ, লিংকন ধর, রবিউল হোসেন, জিশু দেবনাথ, রাহুল সিংহ, বিভাস মল্লিক, দিদারুল আলম, উর্মি দেব, মৃত্তিকা চৌধুরী। সবশেষ পরিবেশনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে নাটক সাগর সঙ্গমে, নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব জোবায়দুর রশীদ, ছাগিরুল আলম, মোঃ জিহাদ হাসান, জেমিমা খান, প্রমী ধর, রক জার্মান ডায়েস, মৌমিতা দাশগুপ্তা, শান্তা ইসলাম, আদিত্য দাশ, সুবাইতা খুরশিদ বিনিতা, সালমা আক্তার, আশরাফ নাফিজ আয়মান, স্বপ্ন মজুমদার, অর্ক মজুমদার এছাড়াও অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা, ঢাকা এর সভাপতি নাহার আহমেদ ও সাধারণ সম্পাদক খালিদ খলিল কে সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র যন্ত্রানুসঙ্গে ছিলেন কীবোর্ড সৈকত নন্দী, তবলা দীপ্ত দত্ত, অক্টোপ্যাড এস.এম. রুবায়েত, লিড গিটার শুভ বড়ুয়া। সংগীত পরিচালনায় সানু দাশগুপ্ত, অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে বিশুতোষ তালুকদার।

Don`t copy text!