শান্তুু ধর কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৫নং ওয়ার্ডের সার্বজনীন শ্রী শ্রী জোড়া রক্ষা কালী মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তি ও মানবজাতির মঙ্গল কামনায় ১৫০তম শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মন্দিরে
কড়ইয়া গ্রামের সকল সনার্তনীদের উপস্থিতি তে দুপুর ১২:০১মিনিটের সময় হতে প্রথমে শীতলা মায়ের পূজা অর্চনা করা হয়।রাত ১২:০১ মিনিটের সময় দেবী শ্রী শ্রী শ্যামা ও রক্ষা কালি মায়ের পূজা অর্চনা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মন্দিরে প্রাঙ্গন আলোকসজ্জা সাজিয়ে উৎসব মূখর পরিবেশে পূজার সকল উপকরণ দ্রব্যাদিসহ ঢাক,ঢোল শঙ্খ, কাসর বাজিয়ে কড়ইয়া গ্রামের সকল বয়সের সনার্তনীদের উপস্থিতি তে উল্লু জোকার ধ্বনিতে মূখরিত হয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, শ্রী শ্রী জোড়া রক্ষা কালি মন্দির কমিটির সভাপতি বাবু বিমল শীল,সাধারণ সম্পাদক বাবু সজীব মজুমদার, কোষাধ্যক্ষ বাবু রাজন পালসহ গ্রামের বয়স্কসহ তরুনরা,সনার্তনী যুবসমাজের সকল ভক্তরা উপস্থিত থেকে মায়ের কৃপা ও আরাধনা র মধ্যে দিয়ে পূজা অর্চনা করা হয় এবং অনুষ্ঠান শেষে মহা প্রসাদের বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।
ছবিঃ কচুয়া পৌরসভার কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী জোড়া রক্ষা কালী মন্দিরে ১৫০তম শ্যামা কালি পূজার একাংশ।