মোঃ হোসেন গাজী,চাঁদপুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসাধারণের মাঝে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ও সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন মাঝি।
তিনি শুক্রবার বিকালে লক্ষীপুর ইউনিয়ের দোকানঘর এলাকা থেকো শুরু করে রামদাশদী বেপারী বাজার, রঘুনাথপুর, শ্রীরামপুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে গনসংযোগ করেন।
এসময় তিনি জনসাধারণের সাথে কূশল বিনিময় করেন এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক খোজখবর নেন। এলাকবাসী ও বিএনপির নেতৃবৃন্দ মোঃ বেলায়েত হোসেন মাঝিকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেন।
গনসংযোগে অংশ নেন লক্ষীপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাধারণ সম্পাদক মোঃ কবির ছৈয়াল, কাদির হাওলাদার, কোষাধাক্ষ মোঃ শুক্কুর মিয়া যুবদলের সভাপতি শাহাদাত মল্লিক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আদর, যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু ভূঁইয়াসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে গণসংযোগকে গন মিছিলে রূপ দেন।