মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার কয়েকটি সেন্টারে শুরু হয়েছে সারা দেশের ন্যায় এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার এরই মধ্যে নবীনগর সদরের নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নারায়ানপুর ডি এস ফাজিল মাদ্রাসা উল্লেখযোগ্য ।
ঈদের ছুটির পরেই আজ ১০ ই এপ্রিল ২০২৫ তারিখ থেকে চলছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা, অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ফেব্রুয়ারী মাসের পরিবর্তে শুরু হয়েছে এপ্রিল মাসে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছে পরীক্ষা হলের সামনে। শিক্ষার্থীরা বলছেন, প্রথম পরীক্ষা তাই আসন খোঁজে বের করতে একটু সময় হাতে নিয়ে আসতে হয়েছে। অভিভাবকরা বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে এবং আমরা চাই তাদের মেধা অনুযায়ী পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে, এবং আমরা নকলমুক্ত বাংলাদেশ চাই।
২০২৫ সালে এপ্রিল মাসের ১০-৪-২০২৫ তারিখ, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে অংশ নিয়েছে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হওয়া এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি নকলমুক্ত ও সুন্দর এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা উপহার দিতে চাই দেশবাসীর কাছে। প্রশ্নপাশ ও গুজব ছড়ানো ঠেকাতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে আর এসময় কোন কোচিং সেন্টার খোলা থাকবেনা বলে নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডে